Happy Birthday
আসসালামু আলাইকুম ম্যাম, আশা করি ভালো আছো। শুরুতেই আমার বুকভরা ভালোবাসা নিও। হ্যাঁ, ভালোবাসা—আর এই ভালোবাসার মধ্যেই আছে তোমাকে আগলে রাখার এক বিশাল দায়িত্ব। আমি হয়তো তোমার মতো অতটা আধুনিক বা অ্যাডভান্সড না, আমার ম্যাচিউরিটি হয়তো কম, কিন্তু বিশ্বাস করো—এই পৃথিবীর সমস্ত মানুষের ভিড় থেকে আমি তোমাকে প্রটেক্ট করতে চাই।
আমি যদি পারতাম, তবে তুমি আর আমি মিলে আলাদা একটা ইউনিভার্স বা সোলার সিস্টেম তৈরি করতাম, যেখানে আমরা ছাড়া আর কেউ—এমনকি একটা বিড়ালও থাকবে না। আমি তোমার জীবনে এমনভাবে মিশে যেতে চাই, যেন সেখানে আমি ছাড়া আর কারও অস্তিত্ব না থাকে।
আমি জানি, আমি তোমাকে অনেক চাপ দিই, তোমাকে নিয়ে বড্ড বেশি পজেসিভ আমি। হয়তো এতে তুমি খুব প্যারা খাও। কিন্তু বিশ্বাস করো, দিনশেষে আমি শুধু তোমার মুখে একটু হাসি দেখতে চাই। তুমি হয়তো ভাবো আমি কেন তোমার সাথে দেখা করি না? সত্যিটা হলো—দেখা করার সময় তুমি এত সুন্দর হয়ে আসো যে আমার ভয় হয়। যদি অন্য কেউ আমার চেয়ে বেশি ভালোবাসা দিয়ে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়? তখন আমার কি হবে? তুমিই যে আমার শেষ সম্বল।
ইদানীং কাজের চাপে আমি হয়তো তোমাকে ঠিকমতো সময় দিতে পারি না, তুমি যা চাও তা পরিপূর্ণভাবে দিতে পারি না। কিন্তু বিশ্বাস করো, বাকি যেটুকু সময় পাই, আমি চেষ্টা করি তোমাকে আমার সেরাটা দেওয়ার। প্লিজ, আমাকে ভুল বুঝো না। হয়তো আমি অন্যদের মতো প্রফেশনালি বা বিশাল কোনো সারপ্রাইজ দিয়ে তোমার জন্মদিন পালন করতে পারবো না, কিন্তু আমার কাছে তুমিই সবচেয়ে দামি উপহার।
তোমার সাথে কথা না বলতে পারলে আমার বুকে খুব ব্যথা হয়, এখনো খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে এমন একটা জড়িয়ে ধরতে (hug) চাই, যেন ঘড়ির কাঁটা সেখানেই থামিয়ে দিতে পারি এবং মৃত্যু পর্যন্ত তোমাকে এভাবেই আগলে রাখতে পারি।
দিনশেষে আমার বউকে একটা কথাই বলবো—তুমি শুধু আমার হয়ে থেকো। তোমার সব দায়িত্ব, সব ভালো-মন্দের ভার আমি নেবো। আমি হয়তো ছোট, কিন্তু তোমার জন্য আমি সব পারি। আজ ১৩ই ডিসেম্বর, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি এবং তোমার জন্মদিন। আমি চাই দিনটা আমাদের জন্য সবচেয়ে সুন্দর হয়ে উঠুক।